এইচ কে ফ্যাশন রানওয়ে 2024
সন্দীপন মান্না : দুর্গোৎসব তারই প্রাক্কালে কলকাতার এক নামী ব্যাংকুয়েটে ২৯ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো পিংক রোজেস এন্টারটেনমেন্ট আয়োজিত এইচ . কে মিস্টার , মিস , মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিজন 6 |

পিঙ্ক রোজেস এন্টারটেইনমেন্টের ডিরেক্টর মিসেস এশিয়া উইনার ইন্টারন্যাশনাল মডেল , অ্যাক্ট্রেস ও সোস্যাল অ্যাক্টিভিস্ট হিনা কৌসরের উদ্যোগে আয়োজিত এ বিউটি প্রেজেন্ট শোতে দূর্গা মার শক্তিকে স্মরণে প্রত্যেক নারীতেই রয়েছে দুর্গা শক্তি সেই শক্তিকে নারীর বিভিন্ন রূপের মধ্যে তুলে ধরে সাজানো হয় এই শো এর থিম | এই দিন অনুষ্ঠানের মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা আমন বর্মা , রাঁচী থেকে আগত ডক্টর অরিফ নাশির বট সহ অন্যান্যরা |

এই শো তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদে থেকে বড় প্রায় ৫০ জন মডেল ও প্রতিযোগিদের অংশগ্রহণ করতে দেখা গেল। এছাড়াও এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিদের স্পার্কিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয় | অনুষ্ঠানে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে সমাজসেবী সাবির আলী , সোশ্যাল অ্যাক্টিভিজ মেহবুব রাজ্জাক , আইনজীবী প্রতীক মজুমদার , মডেল রাজ রেশমি শা , সুপার মডেল সপ্তমী ব্যানার্জি , মডেল মনপ্ৰীত সিং সহ মোট ২৫ জন কে সম্মান দেওয়া হয় | এই সংস্থা শুধু বিউটি প্রেজেন্ট শো ই করে না এর সাথে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে থাকে ও সামাজিকভাবে পিছিয়ে পড়া কিন্তু ট্যালেন্টেড ছেলে বা মেয়েদের জন্য গ্ল্যামার জগতে কাজ করার প্লাটফর্মও করে দেয় এই পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট | মিস্টার বিভাগে প্রথম হয় আকাশ তিওয়াড়ি , মিস বিভাগে প্রথম হয় অন্তর্জিতা চৌধুরী , মিসেস বিভাগে প্রথম হয় পূজা সাউ |কিডস বিভাগে প্রথম হয় সুহানা বোস |

