ঈশ্বরের আরাধনায় সুন্দর কান্ড পাঠ

ঈশ্বরের আরাধনায় সুন্দর কান্ড পাঠ

দেবশ্রী মুখার্জী : যোগাচার্য্য স্বজন কুমার শর্মার উদ্যোগে ডায়মন্ড সিটি নর্থ রেসিডেন্স , সিদ্ধি বিনায়ক ভক্ত মন্ডলী ও শ্রী সীতারাম সৎ সঙ্ঘ সমিতির সহযোগী তায় ৫ই নভেম্বর ডায়মন্ড নর্থ সিটির কমিউনিটি হলে ঈশ্বরের আরাধনায় সুন্দরকান্ড পাঠ , ভক্তি ভজন ও প্রসাদ বিতরনের আয়োজিত হল ।

এদিন সীতারাম সৎ সঙ্খের পক্ষ থেকে সুন্দর কান্ড পাঠ হয় ৷ ভক্তিভজনে ছিলেন সন্ত শ্রী কৈলাশ নাথ জীর সান্নিধ্যে বালসন্ত গুলাব নাথ জী | অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন উদ্যোক্তা স্বজন কুমার শর্মা ছাড়াও কাউন্সিলার মহেশ শর্মা , সুশীল কোঠারি , সুনীল দাগা , মহেন্দ্র শর্মা , জনার্দন আগরওয়াল , রাজেন্দ্র সাঙ্গানোরিয়া , সঞ্জয় ভাওসিংকা , নীরজ ধুত , সহ অন্যান্য ভক্তবৃন্দরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )