ইন্ডিয়া এবং ভারত বিতর্ক :

ইন্ডিয়া এবং ভারত বিতর্ক :

পিনাকী চৌধুরী : যদিও এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করা হয় নি , কিন্তু G- 20 শীর্ষ সম্মেলন উপলক্ষে কেন্দ্র সরকার কিছু স্থানে ইন্ডিয়ার পরিবর্তে ‘ ভারত ‘ নামটি একাধিকবার উল্লেখ করেছে। যেমন – President of Bharat । আর সেই নিয়েই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে আমজনতার মধ্যে ! বিরোধীরা কোমর বেঁধে আসরে নেমে পড়েছে । আসলে অনেকেই এই প্রশ্ন তুলেছেন যে, যেখানে ‘ India’ শব্দটি আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি বহু জায়গায় সসম্মানে রয়েছে, তার কি হবে ? অনেকেই প্রমাদ গুনছেন ‘ তাহলে আবার নোটবন্দি হবে ?’ প্রশ্নগুলো একেবারেই অমূলক নয় ! কিন্তু পাঠক , আপনাদের জানা প্রয়োজন যে, ভারতের সংবিধানে কিন্তু উল্লেখ রয়েছে ‘ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি অ্যা ইউনিয়ন অব স্টেটস !’ প্রসঙ্গত, ১৯৫০ সালে ২৬ জানুয়ারি দিনটিতে ভারতীয় সংবিধানে ওই দিনটি দেশের দ্বৈত পরিচয় স্বীকৃতি পেয়েছিল।‌ ( India that is Bharat ) । তবে ভারত নামটা কিন্তু বহু প্রাচীন। পুরাণ অনুসারে ‘ দক্ষিণে সমুদ্র এবং উত্তরে তুষার আবাস ‘ এর মধ্যবর্তী জায়গাকে ভারত বলে বর্ণনা করা হয়েছে। অনেকে আবার এটাও বলেন যে, কিংবদন্তি রাজা ভরতের নাম থেকেই ভারত নামটির উৎপত্তি। ষষ্ঠ শতাব্দীতে সিন্ধু উপত্যকা অর্থাৎ ভারতীয় উপমহাদেশের উত্তর – পশ্চিমাঞ্চল দখল করেছিল পারস্য । তদানীন্তন সময়ে মুদ্রায় সিন্ধু কথাটা খোদাই করা শুরু হয় । এদিকে আবার জাতিসংঘের তরফে জানানো হয়েছে যে, দেশের ‌নাম পরিবর্তন করাটা খুবই সহজ কাজ ! তবে স্বাধীনতার পরে কিন্তু গণ পরিষদেও ভারত ও ইন্ডিয়া নাম দু’টো নিয়ে প্রচুর বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং দু’টো নামই গৃহীত হয়েছিল। এখন দেখার শেষ পর্যন্ত কি হয় !

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )