ইউনাইটেড – ভি এর উদ্যোগে আই চেক আপ ক্যাম্প

ইউনাইটেড – ভি এর উদ্যোগে আই চেক আপ ক্যাম্প


নিউজ ডেস্ক: ১০ ই অক্টোবর পরম পূজ্য গুরুদেব জেয়ন্ত মনি মারাসাহেবের জন্মশতবর্ষ উদযাপনে স্বেচ্ছাসেবী সংস্থা ইউনাইটেড ভি এর উদ্যোগে প্রয়াত জয়সুখ পারেখের স্মৃতির উদ্দেশ্যে তার বড় ভাই আর. সি পারেখের সহযোগীতায় কলকাতা চক্রবেরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো প্রাঙ্গনে বিনামূল্যে এলাকাবাসীর জন্য আই চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হলো ৷

যেখানে বিনামূল্যে কম্পিউটারাইজড আই চেকআপ ,চশমা প্রদান, প্রয়োজনে ফ্রিতে ছানি অপারেশনের ব্যবস্থা ইত্যাদির মধ্য দিয়ে পরিসেবা দেওয়া হল ৷ এদিন ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন কাউন্সিলর অসীম বোস , স্পনসরার রমেশচন্দ্র পারেক , ইউনাইটেড ভি সংস্থার ট্রাস্টি নীলেশ মেহতা, কীর্তি মেহতা, মেহুল মেঘানি , দক্ষিন ভাই ভারতীয়, ভাবনা হিমানি , নিধি শেঠ , মনিষা কটেচা সহ অন্যান্যরা ৷ এই সংস্থার লক্ষ্য আগামী ২০২৪ এর মার্চের মধ্যে রাজ্য জুড়ে ২৪০ টি ক্যাম্প করার ৷ এটি তাদের ৬৬ তম ক্যাম্প | ক্যাম্পটির ব্যবস্থাপনায় ছিল চশমা সপি |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )