
আমিষের আবেদনে বাংলাপক্ষ হাসপাতালে
সন্দীপন মান্না : বাংলায় বাঙালি জাতির অধিকার রক্ষার দাবিতে আবারও সোচ্চার হতে দেখা গেল বাংলা পক্ষ সংগঠন কে | ২৩ শে নভেম্বর উত্তর 24 পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলা বাংলাপক্ষ , দমদম ও রাজারহাট গোপালপুর বিধানসভা বাংলাপক্ষের যৌথ উদ্যোগে দমদম নাগেরবাজার কাজি পাড়ার ILS হাসপাতালে এক ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি পালন করা হল | সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আমিষাষী অর্থাৎ যারা মাছ , মাংস, ডিম ইত্যাদি খান তারা যখন কোনো না কোনো অসুস্থতা নিয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন সেখানে তাদের নিয়মিত নিরামিষ খাবার দেয়া হচ্ছে এই হাসপাতাল থেকে |

এমনটাই অভিযোগ আসে তাদের কাছে | এরপর সংগঠন থেকে তারা এদিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেন যাতে যারা আমিষ খান তাদের যেন খাবারে আমিষ দেওয়ার ব্যবস্থা রাখা হয় | এদিন ডেপুটেশন জমা দিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার সম্পাদক পিন্টু রায় ,সংগঠনের দমদম বিধানসভার সম্পাদক অভিজিৎ দে , অর্ণব চৌধুরী , ঋত্বিকা চক্রবর্তী , সমিরন সাহা সহ অন্যান্য সহযোদ্ধারা |
