আন্তর্জাতিক ভাষা দিবস

আন্তর্জাতিক ভাষা দিবস

নিউজ ডেস্ক : ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবস | আর সেই দিনটি রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালিত হল | জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকেও ভাষা দিবস উদযাপিত হল কলেজ স্কোয়ার বোধি সোসাইটির অডিটোরিয়ামে | যেখানে বাংলা ভাষার প্রসারে ও চেতনায় বক্তব্য রাখা হয় ও তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি, গান ইত্যাদির মধ্য দিয়ে পালিত হয় ভাষা দিবস | এদিন বাংলা ভাষার প্রসারে মঞ্চে বক্তব্য রাখেন জতীয় বাংলা সংগঠনের সভাপতি সিদ্ধব্রত দাস | উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গায়ক অরুপ দত্ত , বাঁশিবাদক শিল্পী হিমাদ্রি মুখার্জী , সাহিত্যিক সন্দীপ সেন , সহ অন্যান্যরা | সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশান রায় | এদিন অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সহ যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন দেবারতি সরকার , মৌসুমী মজুমদার , মৈনাক হিমাদ্রি সহ অনান্য রা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )