অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান 2025
নিউজ ডেস্ক : কলকাতা প্রেসক্লাবে আরম্ভরের সঙ্গে হয়ে গেল অষ্টম সমাজকল্যাণ রত্ন সম্মান -২০২৫ রিপোর্টারস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট এর যৌথ উদ্যোগে সম্মান প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়। গান গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পণ্ডিত মল্লার ঘোষ।

এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার, সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সহঃ সভাপতি সঞ্জয় তাওয়ার, এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও আহ্বায়ক অপর্ণা দে।অমৃত বার্তা পূজা বার্ষিকী উদ্বোধনের পর মূল অনুষ্ঠানে সম্মান প্রদান শুরু হয়। এবারে মোট নয় জনকে সমাজকল্যাণ রত্ন প্রদান করা হয়। তার হলেন যথাক্রমে বি. এল.সঞ্জয় তাওয়ার, রামানন্দ আগরওয়াল, অলক ফাউন্ডেশান সংগঠন, তুষার পাটওয়ারি, রাজদীপ দাস, স্বপন সমাদ্দার, ড. অনিরূদ্ধ পাল, মল্লার ঘোষ, কে.কে. সিঙ্গানিয়া।

তাছাড়া অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন হলেন অরূপ গুহ, দেবশ্রী মুখার্জী, আকাশ চ্যাটার্জী, তারক ধর, স্বপন জানা ,সমীর দাস সহ আরো অনেকে।সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার ও সহযোগিতায় ছিলে সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।
