
অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল ‘I AM BEAUTIFUL’
দেবশ্রী মুখার্জী : ৩০ শে ডিসেম্বর কলকাতার সুবর্নবণিক সমাজ ভবনে অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সাংস্কৃতিক কর্মসূচী পালিত হল ৷ 2023 এ পথচলা শুরু এই অলোক ফাউন্ডেশনের ৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা প্রায় ১২৫ টি প্রোজেক্ট করে ফেলেছে ৷ এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা আইনজীবী দেবযানী ঘোষের প্রচেষ্টায় অনুষ্ঠিত হল’ I Am beautiful’ | এই অনুষ্ঠানে অ্যাসিড সারভাইভার দের সাবলম্বী করার সংস্থা ব্রেভ সোল এর অ্যাসিড আক্রান্ত সদস্য সদস্যাদের মঞ্চে নাচে গানে অংশ নিতে দেখা গেল এর সাথে সামাজে পিছিয়ে পড়া শিশুদের সাথে সাধারন বাচ্চারাও মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাগ নেয় ৷ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন কারীদের উৎসাহিত করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রেভ সোলের কোয়াডিনেটর অপরাজিতা বোস গাঙ্গুলী , ডাঃ আয়ূসমতী ঠাকুর , চিত্র পরিচালক অরুণিমা দে , প্রফেসার অমিতা চ্যাটার্জী সহ অন্যান্যরা ৷
