
অলক ফাউন্ডেশনের আন্তর্জাতিক নারী দিবস পালান
সন্দীপন মান্না : অলক ফাউন্ডেশনের পক্ষ থেকে ও এর কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষের বিশেষ উদ্যোগে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হল কলকাতা প্রেসক্লাবে | অনুষ্ঠান শুরু হয় সংস্থার পক্ষ থেকে অ্যাসিড সারভাইভারদের হাতে ধাগা বেঁধে তাদের সামাজিক সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতির মধ্য দিয়ে | এরপর চলে প্রান্তিক মহিলাদের সমাজের মূল স্রোতে ফেরানোর বিভিন্ন প্রয়াসের ব্যাখ্যায় প্যানেল ডিসকাশন | যেখানে উপস্থিত ছিলেন আইন জীবী দেবযানী ঘোষ ছড়াও ট্রান্সজেন্ডার ও সোস্যাল অ্যাক্টিভিষ্ট রঞ্জিতা সিন্হা , সাইকোলজিস্ট শর্বরী সরকার , সোশাল অ্যাক্টিভিষ্ট মহাশ্বেতা মুখার্জী , প্রফেসর সুলচনা কাঞ্জিলাল , অ্যাডভোকেট শম্পা ঘোষ , সহ অন্যান্যরা | এই অনুষ্ঠানে আলাদা মাত্র যোগ হয় ১২ জন নির্যাতীতার জীবনী অবলম্বনে আইনজীবী দেবযানী ঘোষের লেখা বই ‘অপরাজিতা’ এর প্রকাশ | এই বই টি যে কোনো বইয়ের দোকানে পাওয়া যাবে |
