
অভিনব সিদ্ধান্ত !উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্বে রাজ্যপাল
অভিনব সিদ্ধান্ত! উপাচার্যহীন বিশ্ব বিদ্যালয় গুলির দ্বারিত্বে রাজ্যপাল
নিউজ ডেক্স : বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস অভিনব সিদ্ধান্ত নিলেন ৷ যে সকল বিশ্ব বিদ্যালয় গুলি উপাচার্য হীন তাদের দ্বায়িত্বে থাকবেন তিনি স্বয়ং | রাজ্যের একাধিক বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যের পদ খালি থাকায় নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের ৷ এমত অবস্থায় বিভিন্ন সমস্যার কথা জানতে পেরে যে সব বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী বা অন্তর্বতী উপাচার্য নিয়োগ করা যায়নি সেখানে উপাচার্যের দায়িত্বে সামলাবেন রাজ্যপাল নিজেই এমনটাই বিজ্ঞাপ্তি জারি করে জানানো হয়েছে রাজভবন থেকে ৷ এমনকী ফোন বা ইমেইলের মাধ্যমে অথবা প্রয়োজনে রাজ ভবনে গিয়েও সামনে থেকে দেখা করার সুযোগ পাবে ছাত্র-ছাত্রীরা৷ ইতিমধ্যেই রাজ্যের এগারোটা বিশ্ব বিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস | তাঁদের একজন নিয়োগপত্র গ্রহণ না করলেও বাকিরা করছেন ৷ তবে এক্ষেত্রে জনস্বার্থ মামলা হয়েছিল তবে উচ্চ আদালত মনে করেনি রাজ্যপাল কর্তৃক উপাচার্য নিয়োগে কোন বেনিয়ম হয়েছে বলে ৷