অনুষ্ঠিত হল মডেল রুকসানা শেখের উদ্যোগে বিউটি পেজেন্ট শো

অনুষ্ঠিত হল মডেল রুকসানা শেখের উদ্যোগে বিউটি পেজেন্ট শো

নিউজ ডেস্ক : ২৪ শে সেপ্টেম্বর বারুইপুর বাইপাসের সন্নিকটে নাইট কুইন ব্যাংকুয়েটে অণুষ্ঠিত হল ভিক্টোরিযা ফিল্ম কালচারাল একাডেমীর পক্ষ থেকে MR. MISS, MRS, AND KIDS UNIQUE FACE OF INDIA 2023 | এই বিউটি পেজেন্ট শো এর প্রধান উদ্যোক্তা ও আয়োজক সংস্থার কর্নধার ও TAJ MISS AISA PACIFIC , IBWA MISS INDIA , MISS INDIA GLOBE ইত্যাদি বিভিন্ন খেতাব জয়ী মডেল RUKSHANA SEKH I এদিন গেস্ট মডেল রূপে দেখা গেল ইন্টারন্যাশনাল প্যারা অ্যাথ্লেটিক প্রবীর সরকার কে ৷

এদিন শো তে হারিয়ানা , মহারাষ্ট্র , রায়পুর , মুম্বাই , জব্বলপুর ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আসা মডেল ও প্রতিযোগীদের শো তে অংশ নিতে দেখা গেল ৷ বিচারক মন্ডলীতে বিশিষ্ট্য ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বলিউড মডেল ও অভিনেতা মনপ্রীত সিং , মডেল হিনা কৌসর , মিস্টার বিহার শশী সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )